নওগাঁয় আদিবাসী পল্লীতে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে বামগনতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯ ১৩:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৫ বার।

নওগাঁর ধামুইরহাট উপজেলার বস্তাবর কাগজকুটা গ্রামে আদিবাসী ভূমিহীন পল্লীতে গভীর রাতে অগ্নিসংযোগ ও লুটপাটকারী চিহ্নিত দূবৃর্ত্তদের গ্রেফতার ও বিচার, ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবারদের ক্ষতিপূরণ ও পূর্নবাসন এবং আদিবাসী পল্লীতে পুলিশ ফাঁড়ী স্থাপনান্তে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত সকরার দাবীতে বামগনতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেছে। শহরের শহীদ মিনার প্রাংগনে শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ২ঘন্টাব্যপী অবস্থান কর্মসূচী পালন করা হয়। বাম গণতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী ও সিপিবির সভাপতি কমরেড মহসীন রেজার সভাপতিত্বে ও জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম,কমরেড আব্দুস সোবহান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক মিতালী প্রামানিক, ছাত্র ইউনিয়ন নেতা শামীম আহসান, আদিবাসী নেত্রী মালা ভূইয়া প্রমূখ । বক্তারা জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন, খাদ্য সামগ্রী ও পরিধেয় কাপড় সরবরাহ করার জন্য জোর দাবি জানান। এসময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় ক্ষতিগ্রস্থ ও ভূমিহীন এবং আদিবাসী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।