বগুড়ার গোকুলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৬ এপ্রিল ২০১৯ ১৫:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯১ বার।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গোকুল তমিরুন্নেসা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নাশক ঔষধ খাইয়ে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। উপজেলায় ৬-১১ এপ্রিল পর্যন্ত ৫ থেকে ১৬ বছর বয়সী মোট ৮০ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে বলে সিভিল সার্জন সূত্র জানান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডাঃ সামির হোসেন মিশুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, সেভ দ্যা চিলড্রেন এর পক্ষে ডাঃ নুসরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন তমিরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল বারী, আবু বক্কর সিদ্দিক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহজাহান পাশা, স্বাস্থ্য সহকারী আজম উদ্দিন এবং এনায়েতুল্লাহ,শ্যাম সুন্দর।