ভারত নতুন করে আবার ষড়যন্ত্রের পরিকল্পনা করছে: মাহমুদ কোরেশী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯ ১২:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩ বার।

ভারতের জাতীয় নির্বাচনের আগে মোদি সরকার ফের পাকিস্তানে নাশকতা চালাতে পারে বলে আশঙ্কা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশী।

আগামী ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে ভারতের পক্ষ থেকে বড় ধরণের নাশকতার কথা জানিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের কাছে এ বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে বিভিন্ন তথ্য এসেছে যে, ভারত নতুন করে আবার ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। আগামী ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে তারা পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।

মাহমুদ কোরেশী রোববার মুলতানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন । খবর ডন ও জিয়ো নিউজের।

ভারতের এমন তৎপরতা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করা হবে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করতে বলেছেন। আমরা ভারতের সম্ভাব্য সব অপতৎপরতার বিষয়টি স্পষ্ট করতে চাই।

রাজনৈতিক সুবিধা পেতে মোদি সরকার আঞ্চলিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে অভিযোগ করে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি এখনও যুদ্ধের আবহ তুলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। আমাদের হাতে নির্ভরযোগ্যসূত্রে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এসেছে, যাতে ভারত ফের নাশকতা চালাতে পারে বলে আমরা জেনেছি।

তবে ভারত কোনো ধরণের অপতৎরতা চালালে কঠিন জবাব দেয়া হবে বলে হুশিয়ারি করে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমরা আশা করবো ভারত নতুন করে কোনো বোকামি করবে না। আমরা ঘুমন্ত জাতি নই। আমরা সবসময় সজাগ রয়েছি। ভারতের যে কোনো অপতৎপরতার সমুচিত জবাব দেয়া হবে।