বগুড়ায় লরি চাপায় নিহত ২

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯ ১২:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৬ বার।

বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয় মাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়ামের তেল বোঝাই লরি(বগুড়া ট ১১-০৩৭৫)’র চাপায় প্রান গেল ২ রিসকাভ্যান আরোহীর। এ ঘটনায় আরো একজন গুরুতর আহতবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রোববার বিকেল ৩টায় নয়মাইল স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো-জেলার শাজাহানপুর উপজেলার সোনাইদিঘি গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম(৩৫) একই গ্রামের মোজাম আলীর ছেলে ফজলুল হক(৩৩)। আহত ব্যক্তি একই গ্রামের মৃত জাভেদ আলীর ছেলে রাজেক আলী(৫৫)। পুলিশ লরির চালক এবং তার সহকারীসহ লরিটি আটক করেছে। লরি চালক সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার ছোট বয়রা গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে কমল সরকার এবং তার সহকারী একই এলাকার গঙ্গাপ্রসাদ গ্রামের আবু তাহের মোল্লার ছেলে হাসেম মোল্লা। স্থানীয়রা জানান, রিসকা ভ্যানটি রাস্তা পার হওয়ার সময় সিরাগঞ্জ থেকে বগুড়া দিকে আসা দ্রুতগতির লরিটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। সংবাদ পেয়ে দ্রুত পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় আহত এবং নিহতদের লাশ উদ্ধার করে বগুড়া মহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শাজাহানপুর থানার এসআই শুশান্ত কুমার জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদেও লাশ ও আহতকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় লরি চালক এবং তার সহকারী সহ লরিটি আটক করা হয়।