বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯ ১২:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৩ বার।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয়কে (২১) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যুগান্তর অনলাইন 

এ ঘটনায় মারাত্নক আহত হৃদয়কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হৃদয় পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ছুটির পর স্কুল থেকে বের হচ্ছিল নবম শ্রেণির দুই কিশোরী ছাত্রীকে উত্ত্যক্ত করে খরমপুর ভোকেশনাল স্কুলের নাহিদ নামে এক শিক্ষার্থীসহ তার সহযোগীরা।

এ সময় ছাত্রী দুজনের চাচাত ভাই নবম শ্রেণির শিক্ষার্থী দীপু প্রতিবাদ করায় পৌরশহরের খরমপুর গ্রামের বাসিন্দা নাহিদ, রাতুল, রূপকসহ এক দল বখাটে তাকে মারধর করে। এ সময় তার জামা কাপড় ছিঁড়ে ফেলে ওই বখাটেরা। দীপু তার বড় ভাই আখাউড়া পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয়কে ফোন করে ঘটনাস্থলে আসতে বলে।

পরে এ বিষয়টি নিয়ে ভোকেশনাল স্কুল কর্তৃপক্ষকে জানাতে যান হৃদয়। এতে ক্ষিপ্ত হয়ে নাহিদ ও তার সহযোগী রূপক ও রাতুলের নেতৃত্বে একদল বখাটে হামলা চালিয়ে হৃদয়কে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম যুগান্তরকে বলেন, আহত হৃদয়ের মাথায় আঘাত গভীর হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দীন বেগ শাপলু যুগান্তরকে বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করে কারো প্রতিহিংসার শিকার হলে আর কেউ এগিয়ে আসবে না। ওই বখাটেদের গ্রেফতার ও শাস্তি দাবি জানান তিনি।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারেনি। তবে হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।