টেলি সামাদের মৃত্যুতে তারকাদের আবেগঘন স্ট্যাটাস

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯ ১৩:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০৬ বার।

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা টেলি সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ঢালিউড ও ছোট পর্দার জনপ্রিয় সব অভিনয়শিল্পীরা।

সময়ের আলোচিত নায়ক সিয়াম আহমদ তার ফেসবুক স্ট্যাটাসে টেলি সামাদকে উদ্দেশ করে লিখেছেন, ‘ভাল থাকবেন কিংবদন্তি’।

অভিনেতা শতাব্দী ওয়াদুদ বলেন, ‘আরেকজন অভিনেতার চির প্রস্থান! টেলি সামাদ চলে গেলেন আজ! বিদায় অভিনেতা! আপনার অভিনয়ের মাধ্যমে যে আনন্দ আপনি দিয়ে গেছেন, তা দর্শকদের মনে থাকবে আজীবন।’

শোক প্রকাশ করেছেন অভিনয়শিল্পী রুনা খান লিখেছেন, ‘জীবদ্দশায় যেমন নির্মল আনন্দ দিয়ে গেছেন সবাইকে। এই নবযাত্রা তেমনই নির্মল আনন্দময় হোক আপনার। আত্মার শান্তি কামনা করছি হে গুণী শিল্পী।’

ফেসবুকে নায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ আপনাকে বেহেস্ত দান করুন।’

নায়িকা তমা মির্জা বলেন, ‘হয়তো ওপারেই আপনি বেশি ভালো থাকবেন।’

অন্যদিকে, অধরা খান বলেন, ‘মৃত্যুর মিছিলে আরো একজন শামিল হলেন। ভালো থাকবেন ওপারে টেলিসামাদ ভাই। রেস্ট ইন পিস।’

এর আগে, শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেলি সামাদ।

বেশ কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান এই কৌতুক অভিনেতা।

গত বছরের শেষের দিকে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

সে সময় তার অবস্থার অবনতি হলে বিএসএমএমইউয়ের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

এর আগে টেলি সামাদ ঢাকার পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, টেলি সামাদের বুকে ইনফেকশন রয়েছে, তার ডায়াবেটিস রয়েছে।

আর রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদকে এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয়।

গত বছরের ২০ অক্টোবর তার বাঁ-পায়ের বৃদ্ধাঙ্গুলিতে জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল।