জালে ধরা পড়ল ৪২ কেজির বাঘাইড়

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০১৯ ১৩:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৬ বার।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমর নদে জেলে রফিকুল ইসলামের জালে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড়। রোববার সকালে দুধকুমর নদের সোনাহাট সেতুর কাছে মাছটি ধরা পরে। 

জেলে রফিকুল ইসলাম জানান, রোববার সকালে দুধকুমর নদের সোনাহাট সেতুর কাছাকাছি জাল ফেলেন তিনি। এ সময় বিশাল আকৃতির বাঘাইড় মাছটি জালে আটকা পড়ে। এরপর স্থানীয়দের সহযোগিতায় মাছসহ জালটি টেনে উপরে তোলা হয়। পরে মাছটি কেটে ১১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

তিনি বলেন, আমার জীবনে এত বড় মাছ ধরা তো দূরের কথা; দেখিওনি। তাই অনেক আনন্দ লাগছে। 

এত বড় মাছ কিনতে পেরে খুশি ক্রেতারাও। পাটেশ্বরী সেতু পাড় এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম ও শাহা আলম বলেন, এত বড় মাছ খাওয়া হয়নি কখনো। কেজি হিসেবে কিনতে পেরে ভালো লাগছে। 

ঢাকার বাসিন্দা সোনাহাট সেতুর ঠিকাদার নাহিদ হাসান নাহিদ বলেন, বাঘাইড় মাছ দেখিনি আগে। নাম শুনেছি। আজ সেই মাছ কেনার সৌভাগ্য হলো। 

এ প্রসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল ইসলাম বলেন, বাঘাইড় মাছটি ক্যাটফিস প্রজাতির। এ মাছ বাংলাদেশে বিলুপ্ত প্রায়। বাংলাদেশের নদ-নদীগুলোতে প্রায় ১২০ কেজি ওজনের পর্যন্ত বাঘাইড় হয়ে থাকে। খবর সমকাল অনলাইন।