সঙ্গে থাকা অপর বন্ধু গুরুতর আহত

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেনের পাশে সেফলি তোলার সময় কিশোর নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯ ০৪:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৪ বার।

নওগাঁয় রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় সানজিদ হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। ফারজিন (১৮) নামে তার অপর এক বন্ধু গুরুতর আহত হয়েছে। রোববার সন্ধ্যার কিছু আগে জেলার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন হতাহতের ওই ঘটনা ঘটে। নিহত সানজিদ  আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া দমদমা গ্রামের আব্দুল মতিনের ছেলে। আহত ফারজিনের বাড়ি নাটোর সদরের ফজলুর রহমানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
আত্রাই থানার ওসি মো: মোবারক হোসেন  জানান, কিশোর সানজিদ ও বন্ধু ফারজিন ওইদিন বিকেলে ঘুরতে বের হয়। ঘোরাঘুরির এক পর্যায়ে তারা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় যায়। এরপর সানজিদ তার বন্ধু ফারজিনকে নিয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে গেলে লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করেে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় সানজিদ মারা যায়।

আত্রাই থানার ওসি মো: মোবারক হোসেন বলেন, ‘ যেখানে সেখানে সেলফি তোলা উচিত নয়। চলন্ত ট্রেনের পাশে তো নয়ই। তারা যদি সাবধানতা অবলম্বন করতো তাহলে হয়তো মর্মান্তিক ওই দূর্ঘটনা এড়ানো  সম্ভব হতো।