ছাত্রলীগের অবরোধে অচল চবি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯ ০৬:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৯ বার।

সংগঠনের ছয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের একাংশের অবরোধ দ্বিতীয় দিনের মতো চলেছে।

সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন বন্ধ রেখেছে। এতে বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে আছে। পূর্বনির্ধারিত ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এ ছাড়া ক্যাম্পাসে রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে। এতে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেএম নুর আহমেদ বলেন, শিক্ষার্থী না গেলে ক্লাস পরীক্ষা চলবে কীভাবে? পরীক্ষাও স্থগিত আছে।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন জানান, শাটল ট্রেন বন্ধ রেখে ছাত্রলীগ দ্বিতীয় দিনের আন্দোলনে নেমেছে। তাই শহর থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়নি।

এর আগে রোববার সকালে চট্টগ্রামের বটতলী স্টেশনে আটকে দেয়া হয় শাটল ট্রেন। ট্রেনের ইঞ্জিন থেকে এক লোকো মাস্টারকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি বগির হোস পাইপ কেটে দেয়ার ঘটনাও ঘটে।

গত ৩১ মার্চ আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুপক্ষ। ঘটনার পর দুটি হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় সংগঠনটির ছয় কর্মীকে। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয় পুলিশ।

মামলা প্রত্যাহার ও গ্রেফতারদের মুক্তিসহ চার দফা দাবিতে ধর্মঘট ডাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ।