সিলিন্ডার বিস্ফোরণে ছেলের পর মায়েরও মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯ ০৬:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে ছেলে সাফওয়ানের (৫) পর মারা গেছেন মা ফাতেমা আক্তারও (৩৫)।

সোমবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউ-তে মারা যান তিনি। তার শরীরের ৯৪ ভাগই পুড়ে গিয়েছিল।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ফাতেমার শিশু সন্তান সাফওয়ান রোববার রাত ১০টার দিকে মারা যায়। তার শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।

আশঙ্কাজনক অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি আছে ফাতেমার ছেলে রাফি (১১) এবং মেয়ে ফারিয়া (৯)।

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় ৫তলা একটি ভবনের চতুর্থ তলায় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে তিন সন্তানসহ ফাতেমা গুরুতর দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সাইফুর রহমান বলেন, ‘দগ্ধ চারজনের মধ্যে তিনজনের প্রায় ৯৫ শতাংশ এবং একজনের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা খুবই ক্রিটিক্যাল। রিকভার করা প্রায় অসম্ভব।’

ফাতেমার স্বামী আবদুর রহিম জানান, তিনি একটি ফ্যাক্টরিতে চাকরি করেন। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তার মেয়ে ফারিয়া স্থানীয় ডিলাইট স্কুলে চতুর্থ এবং ছেলে রাফি পঞ্চম শ্রেণিতে পড়ে।