কীভাবে বুঝবেন বন্ধু আপনার প্রেমে মজেছে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯ ০৬:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৩ বার।

নারী-পুরুষের বন্ধুত্ব অনেক সময় তার চেয়েও বেশি কিছুর দিকে রূপ নেয়। বন্ধুর প্রেমে পড়ে যাওয়া তো স্বাভাবিক একটা বিষয়। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে এটি। এখন কীভাবে বুঝবেন, আপনার বন্ধু আপনার প্রেমে মজে গেছে।

১. আপনার প্রতি অতিরিক্ত মনোযোগী হয়ে উঠা। আপনার বাড়তি যত্ন নেওয়া বা আপনার সুবিধা অসুবিধার প্রতি বাড়তি খেয়াল রাখা।

২. কারণে অকারণে যোগাযোগ বাড়িয়ে দেওয়া। আগের চেয়েও বেশি খোঁজ খবর রাখা।

৩. সব সময় আপনার আশেপাশেই থাকতে চায় সে। এমনকি বসতে চায় আপনার গা ঘেঁষেও। বেশ শান্তশিষ্ট থাকে আপনার সামনে।  

৪. যখন তখন আপনার দিকে তাকিয়ে থাকে। এমনকি সবার সামনেও আপনার থেকে চোখ ফেরায় না সে।

৫. আপনার সম্পর্কে সবকিছুই তার মনে থাকে। কখন কী করেছেন বা ঘটেছে, আপনার সম্পর্কে নিমিষেই বলে দিতে পারে সে।

৬. সবসময় আপনার রূপ, পোশাক, লুক, স্টাইলের প্রশংসা করে সে।