৩০ রিকশা চালককে রেইন কোট দিল আ. হক কলেজ যুব রেড ক্রিসেন্ট

অরূপ রতন শীলঃ
প্রকাশ: ১৭ অগাস্ট ২০১৮ ১০:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯২ বার।

বগুায় সরকারি আজিজুল হক কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে রিকশা চালকদের মাঝে রেইন কোট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের নতুন ভবনে সংস্থার পক্ষ থেকে রইন কোট বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী। আয়োজকরা জানান, কেনার সামর্থ নেই এমন ৩০ রিকশা চালককে বাছাই করার পর তাদের প্রত্যেককে রেইন কোট দেওয়া হয়। এতে কলেজের শিক্ষকবৃন্দসহ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট। তাদের কলেজ ভিত্তিক যুবকদের একটি করে শাখা রয়েছে। এসব শাখার সদস্যরা দুর্যোগসহ যে কোন জরুরী প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ান। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দল নেতা শামিম হোসেন জানান, বৃষ্টিতে রিকশা চালাতে চালকদের অসুবিধা হয়। অনেকে বৃষ্টির সময় রিকশা চালাতে পারেন না। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আবার বৃষ্টিকে উপেক্ষা করে রিকশা চালাতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের দুর্দশার কথা চিন্তা করেই নিজেরাই উদ্যোগী হয়ে রিকশা চালকদের মাঝে রেইন কোট বিতরণের পরিকল্পনা করা হয়।

রেনই কোট পেয়ে দারুণ আনন্দিত রিকশা চালকরা। তাদের একজন পুণ্ড্রকথাকে বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। বৃষ্টিতে আমাদের রিকশা চালাতে কষ্ট হয়।এই রেইন কোট আমাদের অনেক সাহায্য করবে।’ 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রেইন কোট বিতরণ অনুষ্ঠানে সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ ফজলুল হক, আরবি বিভাগের প্রফেসর আব্দুর রশিদ, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের  মুকুল রহমান,  কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা শর্মিলা তানজিন লিজা, রেজাউল করিম এবং  বগুড়া জেলা  যুব রেড ক্রিসেন্টের প্রধান রাশেদা খাতুন সহ কলেজের যুব সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ইউনিটের দলনেতা শামীম হোসেন।