আদমদীঘিতে এক সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা

আদমদীঘি উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯ ১৩:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৪ বার।

বগুড়ার আদমদীঘির বানিয়াগাড়ীতে এক সন্তানের জননীকে ধর্ষনের অভিযোগে মামলা হয়েছে।  ওই গৃহবধু গত ৩ এপ্রিল বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালে তিনজনের বিরুদ্ধে এই ধর্ষন সংক্রান্ত মামলা দায়ের করলে আদালত মামলাটি আমলে নিয়ে ওসি আদমদীঘিকে এজাহার হিসাবে গ্রহন করে আইনগত ব্যবস্থা নেয়ার আদেশ প্রদান করেন।  মামলার এজাহারভুক্ত আসামীরা হলো আদমদীঘির কুন্দগ্রামের বানিয়াগাড়ী গ্রামের ইউনুছ আলী (৩২), ফারুক প্রামানিক (২৮) ও জাহিদুল ইসলাম। গত রোববার রাতে মামলাটি রেকর্ডভুক্ত করা হয়েছে এবং পরদিন গতকাল সোমবার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য আদালতে প্রেরন করা হয়েছে বলে তদন্তকারি পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জাানান।


মামলা সুত্রে জানা যায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউপির বানিয়াগাড়ী গ্রামের ওই গৃহবধুর স্বামী এক সন্তান রেখে ঢাকায় রিকশা চালান। এ সুযোগে আসামীরা গৃহবধুকে কু-প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় গত ৩০ মার্চ রাতে গৃহবধুকে ভয়ভীতি দেখিয়ে ওই তিনজন মিলে ধর্ষন করে পালিয়ে যায়।