সোনাতলায় একটি শিশুর জীবন বাচাতে সাহায্যের আহবান

সোনাতলা সংবাদদাতা
প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯ ১৪:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৪ বার।

বগুড়ার সোনাতলায় প্রথম শ্রেণির ছাত্রী মোছাঃ মাইশা আক্তার রিয়ামনি (৭) দীর্ঘ তিন বছর ধরে গুরুতর ব্যধিতে অসুস্থ হয়ে পড়েছে। তার জীবন বাঁচাতে দরিদ্র মা-বাবা দেশের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আহবান জানিয়েছেন। চার বছর বয়সে শিশুটির বুকে ব্যথা শুরু হয়। প্রথম দিকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করা হয়। এতে আরোগ্য না হওয়ায় পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ঢাকায় ল্যাব এইড্ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা অন্তে শিবলী হায়দার চিকিৎসক দিয়ে চিকিৎসা করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তার হার্ডে ৩টি ফুটো হয়েছে। শিশুটির মা মহসীনা বেগম ও বাবা ফরিদুল ইসলাম জানান মেয়ের চিকিৎসার জন্য বাড়ির জমি,গাছপালা ও গরু-ছাগল বিক্রির টাকা এবং উপার্জিত টাকাসহ এ পর্যন্ত প্রায় ৮০ হাজার টাকা ব্যয় হয়েছে। তারপরও আরোগ্য হযনি। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি। অর্থাভাবে মেয়েটির চিকিৎসা করা বন্ধ হয়ে পড়েছে বলে অভিভাবকরা জানান। বাড়ির জায়গা বিক্রি করার পর ফরিদুল ইসলাম স্বপরিবারে সোনাতলা পৌর এলাকার গড়ফতেপুর গ্রামে শশুর বাড়িতে বাস করেন। বর্তমানে তিনি একটি ওয়েল্ডিং কারখানায় শ্রমিকের কাজ করেন। এই কাজের সামান্য আয় দিয়ে সংসার চলে কষ্টে। বড় দুই মেয়ে বিবাহযোগ্য। তার ওপর আবার ছোট মেয়ে রিয়ামনির চিকিৎসা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাইশা আক্তার রিয়ামনিকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। এজন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন। মা তার মেয়েটির সুচিকিৎসার্থে টাকা সংগ্রহের জন্য দেশের হৃদয়বান মানুষদের কাছে মানবিক সাহায্য চেয়েছেন। 
সাহায্য পাঠাবার ঠিকানা: মোছাঃ মহসীনা বেগম, সঞ্চয়ী হিসাব নং ০১০০১৬৭২২৮১০, জনতা ব্যাংক লিঃ,সোনাতলা শাখা,বগুড়া। বিকাশ নং ০১৭২১৪৩৫৫১০।