দুপচাঁচিয়ায় কমিউনিটি এ্যাওয়ারনেস মিটিং অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯ ১৪:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৫ বার।

বগুড়া জেলা পুলিশের আয়োজনে ও দুপচাঁচিয়া থানার সহযোগিতায়  সোমবার সকালে থানা চত্বরে কমিউনিটি এ্যাওয়ারনেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই আব্দুস সালামের পরিচালনায় এ্যাওয়ারনেস মির্টিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার হেলেনা আখতার। স্বাগত বক্তব্য রাখেন নারী ও শিশু সহায়ক ডেক্সের দায়িত্বপ্রাপ্ত এএসআই খাইরুন নাহার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতিসংঘের বগুড়া জেলা কর্মকর্তা তামিমা, এ্যাওয়ারনেস মিটিংয়ে উপস্থিত নারীদের মধ্যে বক্তব্য রাখেন নাসরিন আক্তার, মালা রানী মহন্ত, বিথি খাতুন প্রমুখ। মির্টিংয়ে বক্তারা শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে আইনী ও সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।