রাজধানীতে জেগে উঠেছে খাল!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯ ১৪:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

সোমবার দুই ধাপে প্রায় আধাঘণ্টার বৃষ্টিতে ঢাকার গুরুত্বপূর্ণ অনেক সড়কেই জলাবদ্ধতা দেখা গেছে। এ দিন দুপুর ও বিকেল মিলিয়ে দুই ধাপে অন্তত আধাঘণ্টা বৃষ্টি হয়। 

বৃষ্টিতে সড়কগুলোর অবস্থা অনেকটা খালের মতো হয়ে যায়। কাজী পাড়ায় নৌকা চালাতে দেখা গেছে। মিরপুর ১ নম্বরেও সড়ক তলিয়ে যায়। বনানী-কাকলি সড়কেও পানি জমে যায়।

নগরবাসী অনেকে বলেন, 'বৃষ্টিতে রাজধানীর খালগুলো জেগে উঠেছে'।

আবহাওয়া অফিস জানায় সোমবার ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৫১ মিলিমিটার। কোথাও কোথাও শিলা বৃষ্টিও হয়েছে।

বৃষ্টির পর রাজধানীর, বনানী, মিরপুর, কারওয়ান বাজারসহ গুরুত্বপূর্ণ অনেক সড়কে পানি জমে থাকতে দেখা যায় দীর্ঘ সময়। 

ভুক্তভোগী নাগরিকরা আশঙ্কায় আছেন বর্ষার সময় কী পরিস্থিতি হয় তা নিয়ে।

 

গত কয়েকদিন ধরে বৃষ্টি হলেও সোমবারে এর পরিমাণ ছিল বেশি। বছরের জলাবদ্ধতাও দেখা গেল এ প্রথম। 

রাজধানীর কাজীপাড়া এলাকায় নৌকা চালাতে দেখা গেছে। এছাড়া বনানী এলাকায়ও জলাবদ্ধতায় যানজট দেখা দেয়।  

কারওয়ান বাজার এলাকায় কোলে করে পথচারীদের পারাপারে নেয়া হয় ১০ টাকা করে।