অবিশ্বাস্য কূটনৈতিক ব্যর্থতায় ইসলামাবাদ

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯ ০৭:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৬ বার।

অসামান্য কূটনৈতিক অপরিপক্কতার পরিচয় দিল পাকিস্তান। চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার নমুনাও স্থাপন করল। পুলওয়ামা কাণ্ডের প্রেক্ষিতে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি হওয়া প্রবল সঙ্কট যখন প্রশমিত হয়ে আসছিল, ঠিক তখনই এক কাণ্ডজ্ঞানহীন সাংবাদিক সম্মেলন করে বসলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ভারতের দেওয়া জবাব আন্তর্জাতিক মহলের সামনে আরও অস্বস্তিতে ফেলল পাকিস্তানকে। সুত্র : আনন্দবাজার।

সাংবাদিক সম্মেলন করে কী বলেছেন পাক বিদেশমন্ত্রী? তিনি ভারতের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ তুলেছেন। পাকিস্তানে বড়সড় হামলার ছক কষছে ভারত এবং সে হামলা ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে হতে পারে বলে তাঁদের কাছে খবর রয়েছে গোয়েন্দা সূত্রে, পাক বিদেশমন্ত্রীর বক্তব্য এ রকমই।

ইসলামাবাদের এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। ভারতের তরফ থেকে খুব স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে, পাকিস্তানে হামলার ষড়যন্ত্র সংক্রান্ত তত্ত্ব সম্পূর্ণ ভিত্তিহীন। শুধু এটুকু বলেই ভারতীয় বিদেশমন্ত্রক থামেনি। এই গুরুতর অভিযোগ পাকিস্তান যে ভঙ্গিতে বা পদ্ধতিতে সামনে আনল, তার মারাত্মক ত্রুটিটাও ভারত ধরিয়ে দিয়েছে। প্রথমত, পাকিস্তান যদি সত্যিই গোয়েন্দা সূত্রে কোনও সম্ভাব্য হামলার খবর পেয়ে থাকে, তা হলে সর্বাগ্রে কূটনৈতিক পথে এগনো উচিত ছিল এবং সাংবাদিক বৈঠক ডেকে এ কথা বলার আগে কূটনৈতিক পথ ধরে ভারত সরকারকে এ বিষয়ে প্রশ্ন করা উচিত ছিল। দ্বিতীয়ত, বিষয়টিকে আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার জন্যও সাংবাদিক সম্মেলনটা কোনও পন্থা নয়। ভারতের সম্ভাব্য হামলা সম্পর্কে যে সব দেশকে অবহিত করতে চাইছিল পাকিস্তান, সেই সব দেশের সঙ্গেও বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরে আলাপ-আলোচনা চালানো উচিত ছিল ইসলামাবাদের। সাংবাদিক সম্মেলন ডেকে এমন গুরুতর অবিযোগ তোলাটা কোনও মান্য পন্থা তো নয়ই, অপরিণত কূটনীতির নিদর্শনও।