টুইট করে তিনি বলেছেন, ‘এই ইস্তাহারে মিলছে এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর’

‘এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর’, বিজেপির ইস্তাহার বললেন রাহুল

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯ ০৭:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫০ বার।

আগ্রাসী এবং দূরদর্শিতার কোনও ছাপ নেই— বিজেপির সদ্য প্রকাশিত ইস্তাহারকে এই ভাষাতেই আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একই সঙ্গে টুইট করে তিনি বলেছেন, ‘এই ইস্তাহারে মিলছে এক বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর’। নাম না করলেও এই কটাক্ষ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই কারও। সুত্র : আনন্দবাজার।

সোমবার বিজেপির ইস্তাহার প্রকাশের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘‘ঠান্ডা ঘরে বসে থেকে দারিদ্রের মোকাবিলা করা সম্ভব নয়।’’ এক দিন পর কংগ্রেস শিবির থেকে মিলল তার প্রত্যুত্তর। আর সেই কাজটা করলেন খোদ সভাপতি রাহুলই।

আজ সকালেই টুইট করে বিজেপির ইস্তাহার নিয়ে নিজের বক্তব্য জানান রাহুল। সেখানে তিনি লিখেছেন, ‘আলোচনার মধ্যে দিয়ে তৈরি হয়েছিল কংগ্রেসের ইস্তাহার। লক্ষ লক্ষ মানুষের কথা আছে এই শক্তিশালী ইস্তাহারে। সেখানে বিজেপির ইস্তাহার বানানো হয়েছে বন্ধ ঘরে, যা আসলে এক বিচ্ছিন্ন মানুষের একার কথা। একই সঙ্গে এই ইস্তাহার আগ্রাসী এবং তাতে দূরদর্শিতার চিহ্নমাত্র নেই।’