দেশের ভাগ্য বদলে দিচ্ছেন কৃষকরা: ড. আতিউর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯ ১১:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, অর্থনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলে দিচ্ছেন কৃষকরা। ৭২ সালে বাংলাদেশে ১ কোটি টন চাল উৎপাদিত হত। সেই কৃষকেরা গত বছর ৩ কোটি ৮০ লাখ টন চাল  উৎপাদন করেছেন। খবর সমকাল অনলাইন 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘লিডারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন ইন এ ডিজিটাল ইরা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি। সোমবার সকাল ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আতিউর রহমান বলেন, সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছেন কৃষকের সন্তানরা। তারা সেই মরুভূমি থেকে ১৫শ বিলিয়ন ডলার রেমিটেন্স এ দেশে পাঠাচ্ছেন। সব মিলেয়ে প্রায় ৪০-৪৫ লাখ কৃষকের সন্তান গার্মেন্টস ও রাপ্তানি শিল্পে কাজ করে বছরে প্রায় ৩৭ বিলয়ন ডলার আয় করছেন। 

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কৃষকের সন্তান হয়ে আমি যদি এখানে আসতে পারি, তুমি কেন পারবে না? যিনি তোমাকে কষ্ট দিয়েছেন তাকে মনে রেখো না, কিন্তু কষ্ট মনে রেখো।

বিভাগের প্রভাষক মিথিলা তানজিলের সঞ্চালনা ও অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। এছাড়া অধ্যাপক আব্দুল মুঈদ, অধ্যপক ড. মামুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।