ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় ৩ লাখ টাকার ভেজাল ওষুধ ধ্বংস

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১০ এপ্রিল ২০১৯ ১৩:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৬ বার।

বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন লাখ টাকার ভেজাল ওষুধ  ধ্বংস করা হয়েছে। এছাড়াও ওষুধ আইনের বিধি লঙ্ঘন করে ওষুধ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।  বুধবার জেলার জিরোপয়েন্ট  সাতমাথা এলাকার আজিজ ম্যানশন খাঁন মার্কেটে ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ আবদুর রহমান। এতে বগুড়া এপিবিএনের সদস্যরা সহযোগিতা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান জানান, ঔষধ আইনের বিধি লঙ্ঘন করে MISBRAND এর ঔষধ বিক্রির অপরাধে মুন্সি মেডিক্যাল ষ্টোরের মালিক  শফিকুল ইসলামকে  ৫০ হাজার  এবং মানিক মেডিক্যাল ষ্টোরের মালিক  রবিউল ইসলামকে ৪০  হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।