চিরনিদ্রায় শায়িত নুসরাত

পুন্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯ ১৪:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮১ বার।

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জানাজা শেষে স্বজন-সতীর্থদের চোখের জলে চিরনিদ্রায় শায়িত হলেন নুসরাত।  

বিকালে জানাজা শেষে সন্ধ্যা ৬টায় সোনাগাজী আল হেলাল একাডেমির পাশে সামাজিক কবরস্থানে চিরশায়িত করা হয় নুসরাতকে। জানাজায় অংশগ্রহণ করে প্রায় ১৫ হাজারেরও বেশি লোকজন। খবর যুগান্তর অনলাইন।

নুসরাতের বাবা ও ভাইয়ের কান্নায় কবরস্থানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। চোখের পানিতে বুক ভিজিয়ে আদরের নুসরাতকে চিরবিদায় জানান তারা।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢামেক হাসপাতাল থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামে এসে পৌঁছে।

এর আগে ঢামেক হাসপাতাল মর্গে নুসরাতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সকালে নুসরাতের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

ময়নাতদন্ত শেষে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, বড় ধরনের বার্নের কারণেই নুসরাতের মৃত্যু হয়েছে। তবে তার চিকিৎসায় সব ধরনের চেষ্টাই করা হয়।

ময়নাতদন্তে হাসপাতালের চিকিৎসকরা তার (নুসরাত) ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন। অন্যান্য নমুনাও সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার রিপোর্ট পেলেই ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হবে।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা।