বগুড়ায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯ ১৫:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৩৩ বার।

ডিপ্লোমা ডেন্টাল টেকনোলিষ্টদের সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদ (বিডিপি) বগুড়া জেলা শাখার আয়োজনে শুক্রবার বগুড়ায় ‘সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় হোটেল সিয়েষ্টায় বিডিপি বগুড়া শাখার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ সামির হোসেন মিশু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদশে ডেন্টাল সোসাইটি বগুড়া শাখার মহাসচিব ডাঃ এম আর জামান। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ রাসেল আহমেদ ও ডাঃ স্বপন আলী। মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিডিপি বগুড়া শাখার সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের বগুড়া শাখার অর্থ সম্পাদক ইকবাল হোসেন আনসারী।
আলোচনা সভায় সভাপতি আশরাফুল ইসলাম ডিপ্লোমা ডেন্টাল টেকনোলিষ্টদের বিবিধ সমস্যা ও দাবির কথা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মুখে তুলে ধরেন।
বিশেষ অতিথি ডাঃ এম আর জামান তার বক্তব্যে বিডিপি’র দাবিগুলো সঠিক ও যুক্তিসঙ্গত উল্লেখ করে দাবিগুলোর সাথে একমত পোষন করেন এবং ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। 
প্রধান অতিথি ডাঃ সামির হোসেন মিশু বিডিপি’কে সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠন হিসাবে উল্লেখ করে বলেন, ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিষ্টদের দাবিগুলো নিয়ে তিনি প্রয়োজনে স্বাস্থ্যবিভাগের উচ্চ পর্যায়েও কথা বলবেন। এছাড়াও তিনি স্থানীয়ভাবে সংগঠনটিকে সবরকমের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।   
আলোচনা সভায় সংগঠনের বিবিধ সমস্যা ও দাবি নিয়ে আরও বক্তব্য রাখেন আতাউর রহমান, সোহেল রানা শাহিন, আমিনুল ইসলাম সুমন, শাহিনুল ইসলাম শাহিন, মোশাররফ হোসেন এবং মোরশেদুর রহমানসহ অন্যান্যরা।