৪১ তম আন্তর্জাতিক শিশু উৎসব

তুরস্কে যাচ্ছে বগুড়ার শিশু নৃত্যশিল্পী নুহা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯ ১৬:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৬ বার।

৪১ তম আন্তর্জাতিক শিশু উৎসবে অংশ নিতে শুক্রবার তুরস্কে যাচ্ছে বগুড়ার আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর নৃত্যশিল্পী নওশীন সাইয়ারা নুহা। সে মিলেনিয়াম স্কলাস্টিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং বাবা লায়ন রাকিব হোসেন ও মাতা ভিকারুন্নেসা’র একমাত্র কন্যা। নুহা আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র নৃত্য প্রশিক্ষক মাহাবুব হাসান সোহাগ-এর ছাত্রী।  

আগামী ১৫ এপ্রিল থেকে ২৬ এপ্রিল তুরস্কে শুরু হতে যাচ্ছে ৪১তম আন্তর্জাতিক শিশু উৎসব। তুরস্ক সরকারের আমন্ত্রণে বাংলাদেশ শিশু একাডেমী’র ব্যবস্থাপনায় ১১ সদস্য বিশিষ্ট শিশু নৃত্যশিল্পীরা শুক্রবার(১২ এপ্রিল) বাংলাদেশ শিশু একাডেমী’র পরিচালক আজনির লিটন-এর নেতৃত্বে তুরস্ক যাচ্ছে। শিশু নৃত্যশিল্পীর দলে নওশীন সাইয়ারা নুহাও রয়েছে।  

তাঁর এই সাফল্যে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্ এবং নৃত্য প্রশিক্ষক মাহাবুব হাসান সোহাগ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।