জাকারবার্গের বেতন ১ ডলার!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯ ১১:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২১ বার।

বিগত তিন বছর ধরে অফিসিয়ালি ফেসবুকের কাছ থেকে ১ ডলার করে বেতন নেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। তবে জাকারবার্গ তার নিরাপত্তা ও সংশ্লিষ্ট ক্ষেত্রের জন্যই ফেসবুক গত বছর খরচ করেছেন ২.৬ কোটি মার্কিন ডলার। শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর সিএনএনের।

জাকারবার্গ নিরাপত্তার জন্য ২০১৭ সালে ফেসবুক খরচ করেছিল ৯০ লাখ ডলার। আর নিজের প্রয়োজনে বেসরকারি বিমান ব্যবহার করার জন্য গত বছর ফেসবুক আরও ২৬ লাখ ডলার খরচ করেছে জাকারবার্গের জন্য।

ফেসবুকের তরফে বলা হয়েছে, ওই খরচটাও মূলত নিরাপত্তাকেন্দ্রিক।

সম্প্রতি বছরগুলোতে বেশ সমালোচনার মধ্যেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিকমাধ্যমটি।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব, ক্যামব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারিসহ অনেকবার তথ্য ফাঁস নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।