বগুড়ার শেরপুরে মাকে উত্যক্ত করায় ছেলের ছুরিকাঘাতে আহত ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৩ বার।

বগুড়ার শেরপুরে মাকে উত্যক্ত করায় ছেলের ছুরিকাঘাতে আবু বকর সিদ্দিক (৪০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামে ওই ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আবু বকরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক এসময় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, চন্ডিজান গ্রামের আবু তালেবের ছেলে আবু বকর সিদ্দিক দীর্ঘদিন থেকে একই এলাকার ফজলুল হকের স্ত্রীকে উত্যক্ত এবং নানা কু-প্রস্তাবও দিয়ে আসছিল। একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে আবু বকর গা ঢাকা দেয়। তবে প্রায় দুই-তিন মাস ঢাকায় অবস্থান করার পর শুক্রবার দুপুরে সে বাড়ি আসে। তখন ফজলুল করিমের ছেলে বুলবুল ইসলাম (১৭) বিক্ষুব্ধ হয়ে ধারালো ছুরি দিয়ে আবু বকরের পেটে ও কোমড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আবু বকরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়।

 শেরপুর থানার ওসি বুলবুল ইসলাম জানান, ছুড়িকাঘাতের ওই ঘটনায় অভিযুক্ত বুলবুলকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।