বাংলা বিভাগের চমক

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বর্ষবরণ

অরুপ রতন শীল
প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯ ০৭:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬০ বার।

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে মহাসাড়ম্বরে পহেলা বৈশাখ পালিত হয়েছে। সকাল ৮টায়  অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলীর নেতৃত্বে কলেজের বটতলা থেকেমঙ্গল শোভাযাত্রাবের করা হয়। শোভাযাত্রাটি শহরের সাতমাথাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এতে প্রতিষ্ঠানের ২৩ টি বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন রঙিন পোশাকে অংশ নেয়।

তবে এবারের শোভাযাত্রায় বাংলা বিভাগের শিক্ষার্থীরা দেখিয়েছে চমক। তারা বাঙ্গালি সত্ত্বাকে ফুটিয়ে তুলতে সেজেছিল মহাভারতের পঞ্চপাণ্ডব, দ্রোপদী, রাধা-কৃষ্ণ, মহুয়া সুন্দরী, অমিত-লাবন্য, সাপুড়ে, মাঝি, কৃষক, গ্রাম্য বর-বধূ সেই সাথে ছিল বেয়ারাসহ পালকি। আর সবার হাতে বিভিন্ন ধরনের বাঁশির আওয়াজে মুখরিত ছিল শোভাযাত্রাটি। সেই সাথে ঢাক-ঢোলের তালের জমকালো নাচ। যা এবার শোভাযাত্রাটিকে অন্য রকম মাত্রা যোগ করেছিল। শোভাযাত্রা শেষে  সকল বিভাগে ছিল পান্তা-ইলিশের আয়োজন। 

পান্তা ইলিশ খাওয়ায় শেষে কলেজের মুক্তমঞ্চে পহেলা বৈশাখের উপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ শাহজাহান আলী। এছাড়াও বক্তব্য রাখেন গাবতলী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল জলিল, সরকারি আজিজুল হক কলজের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ওসমান গনী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান এবং কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কে এম মোজাম্মেল হোসাইন বুলবুল। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গাজী তৌহিদুল আলম চৌধুরী।