অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু

বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ডে জড়িতরা এখনও অধরা: নেতা-কর্মীরা কালো ব্যাজ পড়েছেন

দোস্ত আউয়াল
প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯ ০৭:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০০ বার।

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যাকাণ্ডে জড়িতদের পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। ওই ঘটনায় কোন মামলাও হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানা হয়েছে, সোমবার বাদ আসর লাশ দাফন শেষে মামলা করা হবে।
দলীয় নেতা হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। এছাড়া দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়েছে। বিএনপি বগুড়া জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে নিহত মাহবুব আলম শাহীনের জানাজা শেষে প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করা হবে। এদিকে নিহত মাহবুব আলম শাহীন পেশায় আইনজীবী হওয়ায় তাঁর স্মরণে সোমবার দুপুরে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ফলে এদিন আদালতের কার্যক্রম বন্ধ ছিল। 
ময়না তদন্তকারী চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) ফরেনসিক বিভাগে প্রভাষক তন্ময় বর্মণ জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ‘তার বুকে, পেটে এবং হাতে ছুরিকাঘাত করা হয়েছে।’
রোববার রাতে বগুড়া শহরের উপ-শহর বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন। বিএনপি নেতা মাহবুব আলম শাহীনকে যে স্থানে হত্যা করা হয়েছে সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধরমপুর এলাকাতেই তার বাড়ি। তিনি ওই এলাকার মৃত আনিছুর রহমান দুলার ছেলে।  পরিবহন ব্যবসায়ী শাহীন হত্যাকাণ্ডের কোন ক্লু খুঁজে পাচ্ছে না পুলিশ। বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডে মোট ৬/৭ যুবক অংশ নিয়েছিল বলে জানা গেছে। কিন্তু তারা কারা সে সম্পর্কে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।’
ময়না তদন্ত শেষে সোমবার দুুপুর ১২টার দিকে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের লাশ তার বাড়ি শহরের ধরমপুরে নেওয়া হয়। এ সময় স্বজন এবং দলীয় নেতা-কর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। নিহত শাহীনের ছোট ভাই কাওসারুল ইসলাম জানিয়েছেন, বাদ আছর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি বলেন, ‘দাফন শেষে আমরা মামলা করবো।’
বগুড়া জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম জানান, শাহীন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা কঠোর আন্দোলনে যাবেন। তিনি বলেন, ‘আমরা আজ (সোমবার) বিকেলে জানাজা শেষে প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করবো।’