বোর্ড থেকে ‘বুড়োদের’ সরাচ্ছে পাকিস্তান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯ ০৬:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০০ বার।

ক্রিকেট বোর্ড থেকে প্রবীণ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পাকিস্তান। ‘দ্য নিউজ’ জানিয়েছে ষাটোর্ধ্ব বয়সীদের অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছেন নীতি নির্ধারকেরা।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান গত কয়েক মাস ধরে বেশ কয়েকজন কর্মকর্তার কাজ পর্যবেক্ষণ করেছেন। তিনি মনে করছেন, বোর্ডে এখন তরুণ নেতৃত্ব আসা দরকার।

পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কয়েকজন সাবেক ক্রিকেটার দীর্ঘদিন ধরে পদ আঁকড়ে আছেন, যাদের পারিশ্রমিকও চড়া। তাদের সরিয়ে দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা পাকিস্তানি কোচদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।

ওয়াসিমের সঙ্গে বোর্ড চেয়ারম্যান এহসান মানিও একমত। দুজনে মিলে গত কয়েক মাসে প্রবীণ কর্মকর্তাদের থেকে কোনো ‘আউটপুট’ই নাকি পাননি।

এই দুই কর্মকর্তা মনে করেন, বোর্ডে এমন কয়েকজনকে নেওয়া হয়েছে যারা আধুনিক ক্রিকেট যুগে বেমানান। ব্যক্তিগত সম্পর্কের প্রভাবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে।

কোচদের শিক্ষাগত যোগ্যতার দিকেও নজর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নেই তাদের সরিয়ে যোগ্যদের আনা হবে।