ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ার শেরপুরে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯ ১৫:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪০ বার।

বগুড়ার শেরপুরে পাটের তৈরি চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলার হাওয়াখানা শেরুয়া এলাকায় ‘মেসার্স গোপেশ্বরী ভাণ্ডার এন্ড সন্স রাইস মিল’ নামের প্রতিষ্ঠানকে ওই অর্থদন্ড প্রদান করা হয়। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) সদস্যরা। এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।  

এপিবিএনের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  জহুরুল ইসলামের নেতৃত্বে প্রায় ৫ ঘন্টার অভিযান চালানো হয়। এসময় পাটের তৈরি চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে আদালত মেসার্স গোপেশ্বরী ভাণ্ডার এন্ড সন্স রাইস মিলের মালিক রকি ঘোষকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।