বৃহস্পতিবার মির্জা ফখরুল আসছেন

বগুড়ায় শাহীন হত্যার বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ

দোস্ত মোহাম্মদ আউয়াল
প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯ ০৮:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২২ বার।

বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের খুনীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই দলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করে। বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে জিরো পয়েন্ট সাতমাথা হয়ে দলীয়  কার্যালয়ের দিকে চলে যায়।

 

মানবন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে বক্তারা বলেন, বিএনপি নেতা শাহীনকে কেন খুন করা হয়েছে, কারা করেছে তা সবই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে। মামলাও করা হয়েছে।এখন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় যে কোন পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে।


গত ১৪ এপ্রিল রোববার রাতে বগুড়া শহরের উপ-শহর বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন। শহরের ধরমপুর এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে শাহীন পরিবহন ব্যবসায়ী ছিলেন। এক সময় তিনি বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম আহবায়কও ছিলেন। পাশাপাশি তিনি আইন পেশায়ও যুক্ত ছিলেন।
হত্যাকাণ্ডের পর দিন বিএনপির পক্ষ থেকে ৩ দিনের শোক এবং ৪ দিনের প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করা হয়। এছাড়া জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকেও কালো ব্যাজ ধারণ এবং প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়।


স্বামীর খুনিদের বিচার চেয়ে নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী গত ১৬ এপ্রিল বিকেলে বগুড়া সদর থানায় মামলা করেছেন। এতে বগুড়া মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাসহ ১০জনকে আসামী করা হয়েছে। তবে এজাহারে ৬ আসামীর নাম উল্লেখ করা হলেও ৪/৫জনকে অজ্ঞাতনামা বলা হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।


বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী, দলটির নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচীতে অংশ নেন। ঘন্টাব্যাপী মানবন্ধনে বিএনপির অঙ্গ এবং সহযোগী সংঠনের অন্তত ২০০ নেতা-কর্মী অংশ নেন। কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, রেজাউল করিম বাদশা, ডা. মামুনুর রশিদ মিঠু ও জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান।


জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম জানান, নিহত শাহীনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বৃহস্পতিবার সকালে তার বাড়িতে যাবেন।