আশুগঞ্জে গ্রাম পুলিশ সদস্যের খুনীদের গ্রেফতার দাবিতে বগুড়ায় মানববন্ধন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯ ০৯:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৪ বার।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রাম পুলিশ সদস্য ভানু লাল চন্দ্রের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানবববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী  ইউনিয়ন বগুড়া শাখার উদ্যোগে বুধবার সকালে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ওই প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। সকাল ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী থেকে ভানু লাল চন্দ্রের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও  বগুড়ার সারিয়াকান্দি, ধুনট ও গাবতলী উপজেলায় বন্ধ থাকা  গ্রাম পুলিশের বেতন-ভাতা দ্রুত চালুরও দাবি জানানে হয়। এক্ষেত্রে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাম পুলিশ সদস্যরা জানান, গত ৬ এপ্রিল নিজ কর্মস্থলে দুর্র্ত্তদের হাতে খুন হন। ঘটনার পরদিন থানায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।

বুধবারের ওই মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বগুড়া শাখার কার্যকরি সভাপতি আবু সাইদ, সহ সভাপতি আজিজার রহমান, আব্দুল হামিদ, শিবনাথ, সাধারণ সম্পাদক আতাবুর রহমান, প্রদীপ কুমার, গোপাল চন্দ্র, মুজিবুর রহমান, দিপচাঁদ, রুহি নিকান্ত, মিজানুর রহমান, সুনীল চন্দ্র, মহন চন্দ্র, মেরিনা আক্তার, ফুলচাঁন দাস, শহিদুল ইসলাম, বাদশা মিয়া, সুবাস চন্দ্র, কার্তিক চন্দ্র, জলধর চন্দ্র, বিল্লাল হোসেন, মাসুদুর রহমান, হরিলাল, হাফিজার রহমান, নজরুল ইসলাম, সুশান্ত দাস এবং রতন চন্দ্র দাস।