লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়া’র মাসিক সভা ও পহেলা বৈশাখ উদযাপন

প্রেস রিলিজ
প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯ ১৪:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৭ বার।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জলেশ্বরীতলাস্থ করতোয়া অডিটোরিয়ামে লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়া’র মাসিক সভা ও পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। 
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মঞ্জুরুল হক রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন মাহমুদ হোসাইন পিন্টু রিজিয়ন চেয়ারপার্সন, লায়ন এম এ মান্নান জোন চেয়ারপার্সন ক্লাবস, লায়ন হাসনাত জাহান সুইটি জোন চেয়ারপার্সন, লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন, জেলা ৩১৫ এ২ বাংলাদেশ-এর উপরের উল্লেখিত সকল নেতৃবৃন্দ, আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র নৃত্য প্রশিক্ষক লিও মাহাবুব হাসান সোহাগ, নৃত্যশিল্পী লিও মাসুকুর রহমান সুরুজ, লিও আশিকুজ্জামান রিপন, লিও আব্দুল আলীম। আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়া’র ট্রেজারার লায়ন মোঃ শাহজাহান আলী, ট্রেমার লায়ন আফিফা আফছারী, টেইল টুইস্টার লায়ন আনোয়ার হোসেন, ডিরেক্টর লায়ন আব্দুর রশিদ, লায়ন আরিফুল ইসলাম, লায়ন আলমগীর হোসেন, লায়ন খালেদা আক্তার, লায়ন রুহুল আমিন, সদস্য লায়ন রাকিব হোসেন, লায়ন ডাঃ মোঃ নাশিদুর রহমান তন্ময়, লায়ন সাবিনা ফেরদৌসী সুপ্তি, লায়ন মোঃ ওয়াজেদ আলী, মোছাঃ হোমায়রা লুবা। লিও ক্লাব অব বগুড়া করতোয়া’র প্রেসিডেন্ট লিও শাওন, সেক্রেটারী লিও সিয়াম, সাবেক প্রেডিডেন্ট লিও শেখ জার্জিস হোসেন বিশাল। 
সভায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫ এ২ এর মাননীয় জেলা গভর্নর লায়ন হাবিবা হাসান পিএমজেএফ কর্তৃক প্রদত্ত কোট পিন লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়া’র সকল সদস্যদের পরিয়ে দেন জেলা ৩১৫ এ২ বাংলাদেশ-এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মঞ্জুরুল হক। 
আলোচনার মাঝে মাঝে সঙ্গীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন তাসনীম ত্রয়ী, সুয়াদ নাওয়াস তিহাম, লিও আতিকা মুশফিক মাহি। 
পরিশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত ও বাঙালি আনা নৈশ ভোজ-এর আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন লায়ন্স ক্লাব অব বগুড়া করতোয়া’র সেক্রেটারী লায়ন দেবদুলাল দাস।