বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ময়মনসিংহের প্রথম মেয়র

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯ ১৫:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৭ বার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) প্রথম মেয়র নির্বাচিত হলেন ময়মনসিংহ পৌরসভার শেষ মেয়র ইকরামুল হক টিটু।

তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমএমসি) প্রথম প্রশাসকও ছিলেন। বুধবার সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমএমসি’র প্রথম মেয়র হিসেবে ইকরামুল হক টিটু’র নাম ঘোষণা করেন।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের এ রিটার্নিং কর্মকর্তা জানান, ৫ মে গেজেট আকারে বিষয়টি প্রকাশ করা হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পাঁচজন। এর মধ্যে আবু মুসা সরকার, শহীদুল ইসলাম স্বপন মন্ডল এবং বিশ্বজিৎ ভাদুরী ভোটারের স্বাক্ষর জালের ঘটনায় প্রার্থিতা হারান।

পরে বিভাগীয় কমিশনারের কাছে তাদের আপিলও খারিজ হয়ে যায়।

পরে মেয়র পদে ইকরামুল হক টিটুর মূল প্রতিদ্বন্দ্বী দাঁড়ান ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ। মঙ্গলবার বিকেলে নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

বুধবার দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর কয়েক ঘণ্টার মাথায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান ইকরামুল হক টিটুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম ভোট অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ পৌরসভার ২১ ওয়ার্ডের পাশাপাশি নতুন ১২ ওয়ার্ডে ভোট হবে। এই নির্বাচনের মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৩৮ জন।

১২৭ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে।

দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহের যাত্রা শুরুর পর ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। এরপর গেজেট প্রকাশিত হওয়ার দুই দিনের মধ্যে প্রশাসক হিসেবে নিয়োগ পান ইকরামুল হক টিটু।