বউ পেটানোর মামলায় হিরো আলম কোর্ট হাজতেঃ শুনানী দুপুর দেড়টায়

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯ ০৬:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৫ বার।

স্ত্রীকে পিটানোর দায়ে অভিযুক্ত আলোচিত হিরো আলমকে বগুড়ার কোর্ট হাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানী দুপুর দেড় টায় অনুষ্ঠিত হবে বলে হিরো আলম নিজেই পুণ্ড্রকথাকে নিশ্চিত করেছেন। তার  শ্বশুর সাইফুল ইসলামের অভিযোগের ভিত্তিতে তাকে ৬ মার্চ  গ্রেফতার করে ছিল বগুড়া জেলা পুলিশ। 

হিরো আলম পুণ্ড্রকথাকে  জানান, জামিন পেলে আবার মিডিয়াতে কাজ শুরু করবে। আর তার বিরুদ্ধে ঢাকায় বিয়ের যে  অভিযোগ করা হয়ছিল তা মিথ্যা। তিনি আরও জানান, কিছুটা পারিবারিক কলহ ছিল কিন্তু তা মীমাংসা করা হয়েছে। 

তিনি তার রাজনীতির প্রসঙ্গে বলেন, 'বিএনপি যদি শপথ না নেয় তাহলে উপনির্বাচনে অংশগ্রহণ করবো।'

হিরো আলমের স্ত্রীর অভিযোগ, মাঝেমধ্যেই হিরো আলম তাকে মারধর করে। দুদিন আগে সে ঢাকা থেকে আসে। রাতে খাবারের পর মোবাইলে এক মেয়ের সঙ্গে কথা বলছিল। আমি নিষেধ করলে বলে আমি ১০টা মেয়ে নিয়ে ঘুরব, যা ইচ্ছে তাই করব।

আমি ঢাকায় বিয়ে করেছি। এভাবে থাকতে পারলে থাকো না হলে চলে যাও। এর এক পর্যায়ে আলম আমার গলা চেপে ধরে, শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করে।