বনে আগুন, দু’ছাত্রকে ২৪০ কোটি টাকা জরিমানা!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯ ০৭:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।

ইতালির দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বনাঞ্চলে বারবিকিউ করতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ার অপরাধে ১ কোটি ৩৫ লাখ ইউরো (প্রায় ২২০ কোটি টাকা) করে জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন, এ্যালেসিও মোলটেনি (২২) এবং ডেনিয়েল বোরঘি (২২)। দু'জনেই বনাঞ্চলে অগ্নিকাণ্ডের জন্য গভীর শোক প্রকাশ করলেও জরিমানার হাত থেকে বাঁচতে পারেননি।

জানা যায়, গেল বছরের ৩০ ডিসেম্বর ইতালির কোমো অঞ্চলের বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বনাঞ্চলে বারবিকিউ করতে গিয়ে আগুন ছড়িয়ে পড়লে বনাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের ক্ষয়-ক্ষতি নিরূপণ করে দুই ছাত্রকে এই অর্থ জরিমানা করে স্থানীয় সরকারি কর্তৃপক্ষ।

ইতালির সংবাদপত্র লা স্টাম্পাকে অভিযুক্তদের একজন বলেন, বনাঞ্চলে অগ্নিকাণ্ডের জন্য আমরা শোকাহত। তবে আগুন ছড়িয়ে পড়ার পেছনে অন্যান্য কারণ রয়েছে। সেগুলোকে গুরুত্ব না দিয়ে আমাদের বিশাল অর্থের জরিমানা করা হলো।