ধুনটে বিধবাকে কুপিয়ে আহত : আটক ১

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯ ১১:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০৮ বার।

বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরধরে লাইলী বেওয়া (৭০) নামের এক বিধবাকে কোদাল দিয়ে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। বুধবার দুপুরে ধুনট সদরের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বিধবার ছেলে ইলিয়াস বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেছে।
 
মামলা সূত্রে জানা যায়, ধুনট সদরের মাটিকোড়া গ্রামের মৃত করিম বক্স বেপারীর মেয়ে বিধবা লাইলী বেওয়ার বিয়ে হয়েছে পার্শ্ববর্তি বিলকাজুলী গ্রামের আজিজার রহমানের সাথে। পিতার মৃত্যুর পর মাটিকোড়া গ্রামে লাইলী বেওয়া ওয়ারিশ সূত্রে বাবার কিছু সম্পত্তি পান। তিনি গত বুধবার সেই সম্পত্তি দেখতে মাটিকোড়া গ্রামে যান। এসময় মাটিকোড়া গ্রামের গোলাম আকন্দের ছেলে ওই বিধবার ভাতিজা রিয়েল আকন্দ, তার মা বেলুন বেওয়া, স্ত্রী লাভলী খাতুনসহ ৯/১০জন লাইলী বেওয়াকে গালিগালাজ ও এক পর্যায়ে তাঁর উপর হামলা করে। এরমধ্যে রিয়েল আকন্দ কোদাল দিয়ে তার ফুফুকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রিয়েল আকন্দকে আটক করেছে।

ধুনট থানার এসআই প্রদীপ কুমার বলেন, বিধবা লাইলী বেওয়াকে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলার প্রধান আসামী রিয়েল আকন্দকে আটক করা হয়েছে।