ধুনটে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯ ১২:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৮ বার।

বগুড়ার ধুনট উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় তাঁর শেষ কার্যদিবসে নিজ কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন।

মতবিনিময়কালে বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, দৈনিক প্রথম আলো’র ধুনট প্রতিনিধি মাসুদ রানা, বিশিষ্ট কলামিষ্ট রেজাউল হক মিন্টু ও ধুনট মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমরান হোসেন ইমন।

মতবিনিময়কালে বিদায়ী উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন বলেন, প্রতিটি মানুষের কর্মের সফলতা-ব্যর্থতা রয়েছে। ধুনট উপজেলার মানুষের ভালবাসা নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। মানুষের ভালবাসাকে মূল্যায়ন করে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি। এরপরও মানুষ ভুলের উর্দ্ধে নয়, আমার কর্মকান্ডেও ভুল হতে পারে। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ধুনটবাসীর কাছে ভুল গুলোর জন্য ক্ষমা প্রার্থনা করি। এসময় তিনি ধুনটের বিভিন্ন এলাকায় যাত্রী ছাউনি নির্মান, ধুনট-জোড়শিমুল সড়কের পুলিশ বক্স নির্মাণ, গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ, স্কুল শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ, প্রতিবন্ধীদের চিকিৎসা সহায়তা, হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। তিনি আরো বলেন, নব নির্বাচিতরা আরো ভাল কাজ করবে। তাদের কাজেও সহযোগিতা করবো। যেহেতু মানুষের কল্যানের জন্য রাজনীতি করি, সেহেতু আগামীতেও মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রাখবো। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় ধুনট উপজেলা পরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, সাংবাদিক কারিমুল হাসান, বাবুল ইসলাম, এমদাদুল হক ইমরান, ইমরুল কায়েস ঝিনুক ও মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।