ভুল প্রতীকে ভোট দিয়ে নিজের আঙুল কাটলেন যুবক!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯ ১৩:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৪ বার।

ভারতের লোকসভা নির্বাচনে ভুল করে নিজের পছন্দের দলের প্রতীকের বদলে অন্য দলের প্রতীকে ভোট দেওয়া এক যুবক রাগে কেটে ফেলেছেন তার আঙুল।

বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট চলাকালে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে এ ঘটনা ঘটে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভুল প্রতীকে ভোট দিয়ে রাগে নিজের আঙুল কেটে ফেলা ওই যুবকের নাম পবন কুমার (২৫)। তিনি বহুজন সমাজ পার্টির (বসপা) একজন সমর্থক বলে জানা যায়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের পবন কুমার মোদি সরকারের ঘোরবিরোধী। তিনি চাইছিলেন তার রাজ্যে বহুজন সমাজ পার্টি ক্ষমতায় আসুক। নিজের ভোটটা তাই বহুজন সমাজ পার্টিকে দেবেন বলেই মনস্থির করেছিলেন। কিন্তু ঝামেলা বাধে ইভিএমে ভোট দিতে গিয়ে।

এর আগে সিল মেরে ভোট দিয়ে অভ্যস্ত পবন এবারই প্রথম ইভিএমে ভোট দেন। ইভিএমে বহুজন সমাজ পার্টির 'হাতি' প্রতীকের বোতাম না চেপে ভুল করে তিনি ভারতীয় জনতা পার্টির 'পদ্ম' প্রতীকের বোতাম চেপে দেন। ফলে ভোট পড়ে যায় বিজেপির বাক্সে। এরপর ভুল বুঝতে পেরে বাড়ি ফিরে চাপাতি দিয়ে নিজের তর্জনী কেটে ফেলেন পবন। পরে টুইটারে একটি ভিডিও পোস্ট করে তিনি নিজেই তার ভুলের কথা জানান।

প্রসঙ্গত, এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম দফার নির্বাচন হয় ১১ এপ্রিল। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ১৩ রাজ্যের ৯৭ আসনে ভোটগ্রহণ করা হয়। এভাবে সাত ধাপে ভোটগ্রহণের পর ২৩ মে ভোট গণনা করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।