পুলিশ মোতায়েন

বগুড়ার ধুনটে জলাশয়ে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১৫

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯ ১১:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫৮ বার।

বগুড়ার ধুনট উপজেলায় জলাশয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ ১৫জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চৌকিবাড়ী ইউনিয়নের অলাহামিদিয়া গ্রামে শিতলা বিল আবাসন প্রকল্পে (গুচ্ছগ্রাম) ঘটনাটি ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।   

আহতরা হলেন- মোজাম উদ্দিনের ছেলে জামিল উদ্দিন (৩০), রুস্তম আলীর ছেলে মোন্নাফ আলী (৪০), আব্দুল হান্নান (৩৫), হান্নানের ছেলে শামীম আহমেদ (১৭), অছিম শেখের ছেলে আজিজুল ইসলাম (৬০), তার স্ত্রী খোদেজা খাতুন (৫০), ছেলে বাবু মিয়া (৩০), জামাই রফিকুল ইসলাম (৩৫), রমজান আলীর ছেলে মোকবুল হোসেন (৫৫), তার স্ত্রী আছফুল খাতুন (৪০), ছেলে আপেল মিয়া (৩০) এবং অপরপক্ষের জসিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪০), বছির উদ্দিনের ছেলে সোলায়মান আলী (৫০), আব্দুল জলিলের ছেলে আব্দুস ছালাম শেখ (৩৮) ও আব্দুল আকন্দের ছেলে আব্দুস ছালাম আকন্দ (৫৫)।

আহতদের সবাই ওই আবাসন প্রকল্পের (গুচ্ছগ্রাম) বাসিন্দা। তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে জামিল উদ্দিন, মোন্নাফ আলী ও আব্দুল হান্নানের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, অলাহামিদিয়া গ্রামে শিতলা বিলে ২০০৩-২০০৪ সালে দুঃস্থদের জন্য সরকারি অর্থায়নে ৮টি ব্যারাক নিয়ে একটি আবাসন প্রকল্প তৈরী করে বাংলাদেশ সেনাবাহিনী। নির্মানের পর থেকে সেখানে ১২০টি ভূমিহীন দুঃস্থ পরিবার বসবাস করে আসছে। ওই আবাসন প্রকল্পের অধীনে বিল ও একটি পুকুর রয়েছে। এই জলাশয়ে মাছ চাষ করে আবাসন প্রকল্পের বাসিন্দারা জীবিকা নির্বাহ করে। সম্প্রতি ওই বিলে আধিপত্য বিস্তার নিয়ে আবাসন প্রকল্পের সদস্যরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। জলাশয় লিজ ও মাছ চাষ নিয়ে প্রায় ১ বছর যাবত তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। শুক্রবার সন্ধ্যায় জলাশয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫জন নারী-পুরুষ আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে শিতলা বিল আবাসন প্রকল্প এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'শিতলা বিল আবাসন প্রকল্পের জলাশয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।' 

তিনি আরো বলেন, 'এখন পর্যন্ত কোন পক্ষের লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'