বগুড়ায় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী

চিকিৎসকদের নীতি-নৈতিকতা মেনে চলার আহ্বান

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯ ১২:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।

চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে নীতি-নৈতিকতা মেনে চলার আহবান জানিয়ে বলা হয়েছে, চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টরা যদি যদি নীতি-নৈতিকতা মেনে চলেন, তাহলে চিকিৎসা সেবায় যেমন গতিশীলতা আসবে তেমনি এর গুণগত মানও নিশ্চিত হবে। জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী দিন শনিবার বিকেলে ‘অটিজম ও মানসিক স্বাস্থ্য’ বিষয়ক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।


বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ। সঞ্চালনা করেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু। সভায় সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 
সরকারি ঘোষণা অনুযায়ী দেশের অন্য জেলার মত বগুড়াতেও গত ১৬ এপ্রিল জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। ২০ এপ্রিল সমাপনী দিন পর্যন্ত গেল পাঁচ দিন বর্ণাঢ্য র‌্যালী, সরকারি- বেসরকারি হাসপাতালগুলোতে বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান ও রক্তদান কর্মসূচী পালন করা হয়।
শনিবার সমাপনী সভায় অটিজম কি এবং তাতে আক্রান্ত শিশুদের কিভাবে সুস্থ করে তোলা যায় সে সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন এবং ভিডিও চিত্র দেখানো হয়। বিশেষ এই পর্বটি উপস্থাপন করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন ও চাইল্ড ডেভলপমেন্ট ফিজিও থেরাপিস্ট মুস্তারি জান্নাত।


সভায় বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, সবদিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ক্ষেত্রেও অনেক উন্নয়ন হয়েছে। চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য সেবায় যেসব উন্নয়ন ঘটছে তা জনগণকে জানানো এবং কাক্সিক্ষত চিকিৎসা সেবা দ্রুত কিভাবে পাওয়া যবে সেগুলো জানানোর জন্যই এ ধরনের কর্মসূচীর আয়োজন করা হয়।’


বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সামির হোসেন মিশু স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনে সহযোগিতা করায় বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল ও টিএমএসএস স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পারিচালক ডা. আব্দুল ওয়াদুদ, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন।