ধুনটে জলাশয় নিয়ে সংঘর্ষ পাল্টা-পাল্টি মামলা দায়ের

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০১৯ ০৬:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩০ বার।

বগুড়ার ধুনট উপজেলায় জলাশয়ের আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের হয়েছে। পুলিশ দু’মামলায় চারজনকে গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় চৌকিবাড়ী ইউনিয়নের অলাহামিদিয়া গ্রামে শিতলা বিল আবাসন প্রকল্পে (গুচ্ছগ্রাম) ওই সংঘর্ষের ১৫জন আহত হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, অলাহামিদিয়া গ্রামে শিতলা বিলে ২০০৩-২০০৪ সালে দুঃস্থদের জন্য সরকারি অর্থায়নে ৮টি ব্যারাক নিয়ে একটি আবাসন প্রকল্প তৈরী করে বাংলাদেশ সেনাবাহিনী। নির্মানের পর থেকে সেখানে ১২০টি ভূমিহীন দুঃস্থ পরিবার বসবাস করে আসছে। ওই আবাসন প্রকল্পের অধীনে জলাশয় রয়েছে। ওই জলাশয়ে মাছ চাষ করে আবাসন প্রকল্পের বাসিন্দারা জীবিকা নির্বাহ করে। সম্প্রতি ওই বিলে আধিপত্য বিস্তার নিয়ে আবাসন প্রকল্পের সদস্যরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। জলাশয় লিজ ও মাছ চাষ নিয়ে প্রায় ১ বছর যাবত তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। শুক্রবার সন্ধ্যায় জলাশয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৫জন নারী-পুরুষ আহত হয়। ঘটনার পর থেকে শিতলা বিল আবাসন প্রকল্প এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এদিকে রোববার রাতে দু’পক্ষ থানায় পাল্টা পাল্টি মামলা দায়ের করেন। 

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, শিতলা বিল আবাসন প্রকল্পের জলাশয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে মোজাম শেখ বাদী হয়ে ১১জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এই মামলার প্রধান আসামী শফিকুল ইসলাম ও সহযোগী ইঞ্জিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ইসমাইল হোসেন বাদী হয়ে ১৫জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। সেই মামলার প্রধান আসামী রফিকুল ইসলাম ও সহযোগী আপেল মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।