বগুড়ার দুপচাঁচিয়ায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টীলের আলমারি বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯ ১৩:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৬ বার।

বগুড়ার দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলজিএসপি প্রকল্প-৩ এর অর্থায়নে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে স্টীলের আলমারি বিতরণ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরের(বাস্তবায়ন কাল-২০১৮-১৯) আওতায় সদর ইউনিয়নের আলোহালী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, করমজী উচ্চ বিদ্যালয় ও হাটসাজাপুর উচ্চ বিদ্যালয়ে আলমারিগুলো বিতরণ করা হয়। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রধানের হাতে আলমারির চাবি তুলে দেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব।  

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম, সচিব সোহেল রানা, ইউপি সদস্য আফছার আলী, আব্দুল হাই, করমজি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লবিজ উদ্দিন মন্ডল, আলোহালী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এসএম আসলাম, প্রধান শিক্ষক বিমল চন্দ্র সরকার, মাবিয়া বেগম এবং সহকারী শিক্ষক তৈয়বর রহমান।