শ্রীলংকায় হামলার দায় স্বীকার জামায়াত আল-তৌহিদ আল-ওয়াতানিয়ার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯ ১৪:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৩ বার।

শ্রীলংকায় কয়েকটি স্থানে ধারাবাহিক বোমা হামলায় ২৯০ জন নিহতের ঘটনায় জামায়াত আল-তৌহিদ আল-ওয়াতানিয়া নামের একটি গোষ্ঠী দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

তাস-এর ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার আল আরাবিয়া টিভি চ্যানেল এক টুইট বার্তায় এ কথা জানায়। তবে জামায়াত আল তৌহিদ আল ওয়াতানিয়া নামের ওই গোষ্ঠী সম্পর্কে বিস্তারিত জানায়নি চ্যানেলটি। 

তবে এ বিষয়ে অন্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিছু জানায়নি। এছাড়া শ্রীলংকা সরকারের দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।  জামায়াত আল-তৌহিদ আল-ওয়াতানিয়া নামের ওই গোষ্ঠী সম্পর্কেও তেমন কোনো তথ্য জানা যায়নি।

এদিকে এর আগে হামলার ঘটনায় দেশটির `ন্যাশনাল তৌহিদ জামাত' বা এনটিজে নামক একটি চরমপন্থী ইসলামি সংগঠন দায়ি বলে ধারণা করেছে শ্রীলংকার পুলিশ। তাদের ধারণা, ভয়াবহ বিস্ফোরণের ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদের বড় অংশ একটি এই উগ্র ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে জড়িত। এই গোষ্ঠীটি স্থানীয়ভাবেই তাদের তৎপরতা চালায় বলে বলা হচ্ছে।  তবে এনটিজে এখনো হামলার দায় স্বীকার করেনি।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী কলম্বো ও তার আশপাশে গির্জা ও হোটেলে সবমিলিয়ে আটটি বিস্ফোরণে ২৯০ জনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। এসব হামলায় ৫শ'র বেশি মানুষ আহত হয়েছেন। 

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রোববার সকালে গির্জায় প্রার্থনা করার সময় শ্রীলংকার রাজধানী কলম্বোর একটিসহ দেশটির তিনটি গির্জায় একযোগে বোমার বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় কলম্বোর তিনটি পাঁচ তারকা হোটেল– শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরিতেও বোমার বিস্ফোরণ হয়।

সকালে ছয়টি স্থাপনায় হামলার কয়েক ঘণ্টা পর দুপুরে কলম্বোর দক্ষিণাঞ্চলের দেহিওয়ালা এলাকায় একটি হোটেলে সপ্তম বিস্ফোরণটি ঘটে। এরপর কলম্বোর উত্তরে ওরুগোদাওয়াত্তা এলাকায় আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া যায়।

হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে।