বগুড়ায় র‍্যাবের অভিযানে ৪০ লিটার চোলাইমদসহ গ্রেফতার-৩

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯ ১৪:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৫ বার।

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৪০ লিটার দেশীয় চোলায়মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- গাবতলির রানীর পাড়া গোলাবাড়ির আব্দুল মজিদের ছেলে আব্দুল মতিন(২৭) ও মৃত মীর হোসেনের ছেলে ফজলুর রহমান এবং মধ্যপালসা গোফুরপাড়ার জাহেদুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন(২৩)। রোববার রাত পৌণে ১০ টায় র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসানের নেতৃত্বে জেলার শাজাহানপুর থানার বেতগাড়ীর লিচুতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 

সোমবার সকালে র‍্যাব বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাতে অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চোলাইমদসহ ১ টি মোবাইল ফোন, ১ টি সীমকার্ড এবং নগদ ১৬৭০ টাকা উদ্ধার করা হয়। 
 

সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তিনজনকে মাদক ব্যবসায়ী দাবী করে আরো জানানো হয়, তারা দীর্ঘদিন ধরে দেশীয় চোলাইমদ তৈরি করে বগুড়া জেলার বিভিন্ন জায়গায় কেনা-বেচা করে আসছিলো। গ্রেফতারের পর তাদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।