ফুলবাড়ি দিবস স্মরণে বগুড়ায় মানববন্ধনঃ ৬ দফা বাস্তবায়নের দাবি

পুণ্ড্রকথা রিপোর্টঃ
প্রকাশ: ২৬ অগাস্ট ২০১৮ ১৪:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৮ বার।

ঐতিহাসিক ফুলবাড়ি দিবস উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে রোববার বগুড়ায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ওই সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা ফুলবাড়ি চুক্তির ছয় দফা বাস্তবায়নের দাবি জানান।


২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কয়লা খনি প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্য-ভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতার উপর পুলিশ ও তৎকালীন বিডিআর গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই প্রাণ হারায় তিনজন। গুলিবিদ্ধ হয়ে দুই শতাধিক মানুষ আহত হন। আহতদের কয়েকজন পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু ছয় দফা ফুলবাড়ী চুক্তি আজও কার্যকর হয়নি। প্রত্যাহার হয়নি এশিয়া এনার্জি অফিসও। বরং একাধিক মামলা মাথায় নিয়ে বেড়াতে হচ্ছে ফুলবাড়ীবাসীকে।
 
রোববার বগুড়ায় আয়োজিত মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, ফুলবাড়ির গণআন্দোলনের চাপে তৎকালীণ বিএনপি নেতৃত্বাধীন চারদীয় জোট সরকার ৩০ আগস্ট ৬ দফা চুক্তি স্বাক্ষর করে। কিন্তু সেই চুক্তি আজও বাস্তবায়ন হয়নি। তাই নেতৃবৃন্দ অবিলম্বে রক্তে লেখা ফুলবাড়ি চুক্তির পুনঃবাস্তবায়ন,উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বন্ধ, জ্বালানি নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র বন্ধ, বড় পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা পাথর লুটপাট বন্ধ এবং দায়ীদের বিচারের দাবী করেন। বক্তৃতা করেন,


তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির বগুড়া জেলা শাখার আহবায়ক জিন্নাতুল ইসলাম জিন্নাহ, মাহফুজুল হক দুলু, আমিনুল ফরিদ, আব্দুর রশিদ, আমিনুল ইসলাম এবং রাধা রাণী বর্মণ।