শ্রীলংকায় হামলার দায় স্বীকার করেছে আইএস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯ ১৪:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৫ বার।

শ্রীলংকায় আত্মঘাতী সিরিজ বোমা হামলায় ৩২১ জন নিহত হওয়ার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। দেশটির সরকার যখন স্থানীয় মুসলিম মৌলবাদী একটি সংগঠনকে দায়ী করছে ঠিক এর পরেই মঙ্গলবার এর দায় স্বীকার করে আইএস। খবর এএফপির।

আইএসের প্রচারণা সংস্থা আমাক এক বিবৃতিতে জানায়, মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্য এবং শ্রীলংকার খ্রিস্টানদের লক্ষ্য করে রোববার ইসলামিক স্টেট গ্রুপ যোদ্ধারা হামলা চালিয়েছে।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুয়ান জয়াবর্ধনে সংসদে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে শ্রীলংকায় (রোববার) কী ঘটেছিল, তা ছিল ক্রাইস্টচার্চে মুসলমানদের বিরুদ্ধে হামলার প্রতিশোধ।

এতে আরও বলা হয়েছে, এ হামলার শ্রীলংকার চরমপন্থীদের পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপ সহযোগিতা করেছে।

মঙ্গলবার পুলিশের একটি সূত্র এএফপিকে জানায়, কলম্বোর একজন ধনাঢ্য মুসলিম ব্যবসায়ীর দুই ছেলে এ হামলার সঙ্গে জড়িত।

এখন পর্যন্ত হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৪০ জনকে আটক করেছে। নাশকতার তদন্তে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হলো শ্রীলঙ্কার পুলিশ এবং সেনাকে। এর ফলে আদালতের নির্দেশ ছাড়াই কোনও অভিযুক্তকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করতে পারবে তারা। তামিল গৃহযুদ্ধের সময়ও এই ক্ষমতা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার সেনাকে। তাই বিস্ফোরণ-পরবর্তী পরিস্থিতি অনেককেই মনে করিয়ে দিচ্ছে তামিল গৃহযুদ্ধ চলাকালীন দেশের হিংসাত্মক অতীতের কথা।

গ্রেফতারের মধ্যে একজন সিরিয়ার নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন শ্রীলংকা পুলিশের মুখপাত্র।

মঙ্গলবার থেকে হামলার ঘটনায় নিহতদের গণকবর দেওয়া শুরু হয়েছে শ্রীলঙ্কায়। এদিন সকাল সাড়ে ৮টার সময় সারা দেশজুড়ে নীরবতা পালনের পরপরই শুরু হয় গণকবর।

রোববার ইস্টার সানডেতে শ্রীলংকার তিনটি গির্জা, তিনটি হোটেলসহ অন্তত আটটি স্থানে পরপর বোমা হামলা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি নাগরিক। আহত পাঁচ শতাধিক।

ওই দিন ছিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।

সূত্র: এএফপি, আরব নিউজ ও রয়টার্স।