‘বনলতা’ এখন রাজশাহীতে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯ ০৭:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৪ বার।

রাজশাহী-ঢাকা-রাজশাহী বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ বৃহস্পতিবার চালু হতে যাচ্ছে। এদিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্য মে বিরতিহীন এ ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন পর্বে অংশ নিতে ট্রেনটি এখন রাজশাহী রেল স্টেশনে অবস্থান করছে।

উদ্বোধনের সব প্রস্তুতি শেষ করেছে রেল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে রেলমন্ত্রী  রাজশাহী যাবেন বৃহস্পতিবার। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আগামী ২৫ এপ্রিল আনুষ্ঠানিক উদ্বোধনের পর ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে বনলতা এক্সপ্রেস। প্রথমদিন ট্রেনটিতে ভ্রমণে কোন টিকেট লাগবে না বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

ঢাকা-রাজশাহী রুটে বর্তমানে তিনটি আন্তঃনগর ট্রেন চলে। এতে সময় লাগে ছয় থেকে সাত ঘণ্টা। কারণ ১০ থেকে ১৪টি স্টেশনে যাত্রাবিরতি করে ট্রেনগুলো। বিরতিহীন নতুন ট্রেনে যাত্রাপথে সময় লাগবে চার ঘণ্টা। সকাল ৭টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টায়। ঢাকা থেকে দেড়টায় ছেড়ে রাজশাহী ফিরবে বিকেল সাড়ে ৫টায়।

ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন বগিতে চলবে 'বনলতা এপপ্রেস'। ১২টি বগি থাকবে এ ট্রেনে। আসন থাকবে ৯২৮টি। 

ট্রেনটির আধুনিক সুবিধাসম্পন্ন বগির বর্ণনা দিয়ে রাজশাহী রেলের মহাব্যবস্থাপক (জিএম)  জানান, বগিগুলোতে ওয়াইফাই সুবিধা থাকছে। সব ঠিক থাকলে আমরা ধারণা করছি ট্রেনটি যাত্রা শুরুর পর গন্তব্যে পৌঁছাতে ৪ থেকে সাড়ে চার ঘণ্টা সময় নেবে। আগামী ২৭ তারিখ থেকে ট্রেনটি বাণিজ্যিকভাবে  যাত্রা শুরু করবে। 

বিরতিহীন চলার কারণে সব শ্রেণিতেই অন্যান্য ট্রেনের চেয়ে ১০ শতাংশ বেশি ভাড়া পড়বে বনলতা এক্সপ্রেসে। শোভন শ্রেণিতে সর্বনিম্ন ভাড়া ৩৭৫ টাকা। শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাবিনের ভাড়া ৮৬৩ টাকা আর বাথের ভাড়া পড়বে এক হাজার ২৮৮ টাকা।