বগুড়ার শেরপুরে জাল টাকা উদ্ধার : গ্রেফতার ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯ ১২:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২১ বার।

বগুড়ার শেরপুরে জাল নোটসহ ওসমান গণি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার ছোনকা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোট ১৩টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। সে ধুনটের শ্যামাগতি গ্রামের বাসিন্দা। তবে নিজেকে নির্দোষ দাবি করে ওসমান বলে সে ষড়যন্ত্রের শিকার।  
 

শেরপুর থানার এসআই আতোয়ার রহমান জানান, মঞগলবার(২৩ এপ্রিল) বিকালে গ্রেফতারকৃত ওসমান স্থানীয় ছোনকা বাজারের একটি মুদি দোকান থেকে নিত্যপণ্য বেশ কিছু জিনিসপত্র ক্রয় করে। এরপর দোকানদারকে সে এক হাজার টাকার একটি নোট দেয়। কিন্তু এক হাজার টাকার নোটটি জাল হিসেবে সনাক্ত করেন ওই মুদি দোকানি। তবে তা মানতে নারাজ ওসমান। একপর্যায়ে তাকে আটক করে থানায় সংবাদ দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার শরীর তল্লাশি করে আরও বারোটি এক হাজার টাকার নোট উদ্ধার করে। এরপর জাল নোটসহ তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। বুধবার (২৪এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

এদিকে থানা হাজতে আটক ওসমান গণি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার। ওই টাকাগুলো এই ছোনকা বাজারে দুইটি ছাগল বিক্রি করে পেয়েছি।'