টিআইবির পাঠচক্র

বিশ্ব নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ- জেলা যুগ্ম জজ শাহাদাত হোসেন

মুজাহিদুল ইসলাম জাহিদ
প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯ ১৬:০৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৭ বার।

বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাময় সব উৎস আছে বাংলাদেশর। প্রাকৃতিক সম্পদ, এক-তৃতীয়াংশ তরুণ ও দক্ষ জনবল। ঘাটতিটা শুধু সুশাসনের। এক কথায় দুর্নীতির কারনে স্বাধীনতার ৪৮ বছরেও আশানুরূপ অবস্থানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। বগুড়ায় দুর্নীতি বিরোধী সামাজিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টি আই বি) আয়োজিত পাঠচক্রে বক্তারা এসব কথা বলেন। বগুড়ার স্থানীয় হোটেল রেডচিলিতে বুধবার বিকেল ৩ টায় পাঠচক্র অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা যুগ্ম জজ শাহাদাত হোসেন, সনাক সহ-সভাপতি ওসমান গনি।
 

পাঠচক্রে দুটি দাবি জানানো হয়-কালো টাকা সাদা করার সব রাস্তা বন্ধ করে দিতে হবে এবং প্রত্যক সেক্টরে মেধা ও যগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আর ব্যানারে লেখা ছিল ‘এই দেশ আমাদের একে দুর্নীতি মুক্ত করার দায়িত্বও আমাদের’। জেলা যুগ্ম জজ শাহাদাত হোসেন- তরুণদের সম্ভাবনাময়তার কথা তুলে বলেন-আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে যুবাদের যোগ্য ও দক্ষ নাগরিক হতে হবে। পাঠচক্রে আরও উপ্সথিত ছিলেন-সচেতন নাগরিক কমেটি (সনাক) ও ইয়ুথ ইংগেজমেন্ট এন্ড সাপোর্টস (ইয়েস) সদস্যরা উপস্থিত ছিলেন।