হ্যাকিংয়ের শিকার হয়েছেন এক নারী আইনজীবীও

বগুড়ায় নন্দীগ্রাম থানার OC Nandigram  ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯ ১০:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৮ বার।


বগুড়ায় নন্দীগ্রাম থানা পুলিশের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। 'OC Nandigram' নামে খোলা ওই অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার বিকেলে ইনবক্সে বিভিন্ন জনের কাছে মেসেজ (ক্ষুদে বার্তা) লিখে টাকা  চাওয়া হচ্ছে। 
বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং জিডিও করা হয়েছে। এছাড়া অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার জন্য কাজও শুরু হয়েছে।’
এদিকে আলোকিত বগুড়া নামে বেসরকারি একটি সংস্থার প্রধান অ্যাডভোকেট ফেরদৌসী আকতার রুনার ফেসবুক অ্যাকাউন্টও একই দিনে হ্যাক হয়েছে। তিনি নিজেই ইনবক্সে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়ে বলেছেন তার কোন রকেট অ্যাকাউন্ট নেই।
বগুড়ার একজন সাংবাদিক জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা ৫৯ মিনিটে 'OC Nandigram' অ্যাকাউন্ট থেকে তার ইনবক্সে একটি মেসেজেজ পাঠানো হয়। তাতে ইংরেজি হরফে বাংলা উচ্চারণে লেখা হয়, ‘ইমারজেন্সি ২০০০ টাকা রকেট (টাকা পাঠানোর মাধ্যম) করার কোন ব্যবস্থা আছে? টাকা রাত ৮টায় পাঠিয়ে দিব’।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সাংবাদিক পুণ্ড্রকথাকে বলেন, মেসেজটি পাবার পর তার সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিনের মোবাইল ফোনে কল করেন। তখন ওসি নাসির উদ্দিন অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার কথা স্বীকার করেন।